শাহিনপুকুরের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

ঢাকা প্রিমিয়ার লিগের নবাব ম্যাচে আজ শাহিনপুকুর ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকে ১২০ রানের টার্গেট দেয় শাহিন পুকুর। সহজ ম্যাচ কঠিন করে ৩ উইকেটে জয় লাভ করে প্রাইম ব্যাংক।





টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে শাইনপুকুর। ওপেনার সাব্বির হোসেন (১৪ বলে ১৫) ফেরার পর ধীরগতির ব্যাটিং করতে থাকে দলটি। একটা পর্যায়ে ১ উইকেটে ছিল ৫৫ রান। ইনিংসের নবম ওভারও তখন পার হয়ে গেছে।

টি-টোয়েন্টির আমেজ ফেরানো তো দূরের কথা, এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে শাইনপুকুরের ইনিংস। ২০ রান তুলতে আরও ৫ ব্যাটসম্যানকে হারিয়ে বসে দলটি।

ধীরগতির ব্যাটিং করে একে একে সাজঘরের পথ ধরেন রবিউল ইসলাম (২০ বলে ১৮), তানজিদ হাসান (২৮ বলে ২১), মাহিদুল ইসলাম অঙ্কন (২ বলে ০), মৃত্যুঞ্জয় চৌধুরী (৪ বলে ২), সাজ্জাদুল হকরা (৬ বলে ৪)।

৭৫ রানে ৬ উইকেট হারানোর পর তৌহিদ হৃদয় দলকে একটু এগিয়ে নিয়েছেন। কিন্তু ২৫ বলে ২ বাউন্ডারি আর এক ছক্কায় ২৯ রান করা এই ব্যাটসম্যানকে ১৮তম ওভারে এসে সাজঘরের পথ দেখান মোস্তাফিজুর রহমান।শেষদিকে লোয়ার অর্ডারের রবিউল হক ১৩ বলে অপরাজিত ১৬ রানের ইনিংস খেলে কোনোমতে ১১৯ রান পর্যন্ত নিয়ে গেছেন শাইনপুকুরকে।

শাইনপুকুরের দেওয়া ১২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক আনামুল হক বিজয়। সুমন খানের বলে মাত্র ৫ রান করায় প্যাভিলিয়নে ফেরেন আনামুল। তবে এরপর রনি তালুকদারকে সাথে নিয়ে ৫২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তামিম ইকবাল।

৬১ রানের মাথায় ২৭ বলে চারটি চার এবং একটি ছক্কার সাহায্যে ৩২ রান করে তামিম ইকবাল আউট হলে বড় ধরনের চাপে পড়ে প্রাইম ব্যাংক। সহজে ম্যাচ কঠিন করে ফেলে প্রাইম ব্যাংক। ১৫ বলে ৩ টি চার এবং একটি ছক্কা সাহায্যে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন রনি তালুকদার। এরপর এই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তানভির ইসলাম। ‌





অলক কাপালি (১) , নাহিদুল ইসলাম (০) এবং শহিদুল ইসলামকে (১২ ) রানে প্যাভিলিয়নে ফেরান তানভির ইসলাম। তবে তামিমদের হয়ে শেষের দিকে হাল ধরেন রকিবুল হাসান এবং নাঈম হাসান। এই দুইজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখেই জয় তুলে দেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। রকিবুল হাসান ১৮ এবং নাঈম হাসান ১৯ রান করে অপরাজিত থাকেন।