নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি চলে যাওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের জায়গাটা ফাঁকা রয়েছে। এদিকে সামনে রয়েছে বাংলাদেশের ব্যস্ত সূচি। নভেম্বরে বিশ্বকাপের আগে আরও চারটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। ব্যস্ত এই সুচিকে সামনে রেখে নতুন একজন স্পিন বোলিং কোচ নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ১০০ দিনের জন্য ভেট্রোরির সঙ্গে চুক্তি করেছিল বিসিবি। কিন্তু গত বছর করোনায় বিশ্বকাপ থমকে গেলে সময় বাড়িয়ে নিউজিল্যান্ড সফর পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ছিলেন ভেট্রোরি। বর্তমানে আর চুক্তিতে নেই তিনি। তাই তাঁর জায়গা নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের স্পিন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন চারজন। তাদের মধ্যে একজন রয়েছেন বাংলাদেশি। তিনি হলেন সোহেল ইসলাম। এছাড়াও শ্রীলংকার কিংবদন্তির স্পিনার রঙ্গনা হেরাথ। ভারতের সাইরাজ বাহাতুলে এবং পাকিস্তানের সাঈদ আজমল। যদিও এখনো কারো নাম প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কোচ নিয়োগের ব্যাপারে গতকাল আকরাম খান জানিয়েছিলেন ‘স্পিন কোচ এশিয়া থেকে আসবে তিন জন তার মধ্যে শ্রীলঙ্কান একজন, একজন ভারতের, আরেকজন পাকিস্তানের। আমরা চেষ্টা করছি কথা বলতে এবং হয়তো আমরা কয়েকদিনে মধ্যে তারা আসবে।’
বিসিবির তালিকায় থাকা তিনজনের মধ্যে সবার আগে আসছে শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের নাম। গুঞ্জণ চলছে তিনিই নাকি হতে চলেছেন পরবর্তী কোচ। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিসিবি।
আকরাম খান জানিয়েছেন দুই-তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত নেবেন তাঁরা, ‘আমরা দুই তিন দিনের মধ্যে সিনিয়র ক্রিকেটারদের পরামর্শটা নিব, কোচিং স্টাফ আছে, হেড কোচ আছে তাদের সঙ্গে আলোচনা করব, আমরাও চিন্তা ভাবনা করব।’