ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল রাজস্থান রয়েলস হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। রাজস্থান রয়েলসের হয়ে এবারের আসরে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ। আইপিএলের আগে কয়েকটি মৌসুমে খেলেছেন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের পরে এবারের আসরে তিনি খেলেছেন রাজস্থান রয়েলসের হয়ে।
শনিবার রাতে নিজেদের ফেসবুক পেজে মোস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে রাজস্থান রয়্যালস। সেখানে রাজস্থান রয়েলসের অধিনায়ক সঞ্জু স্যামসনের প্রশংসা ভাসিয়েছেন তিনি।
“ক্যাপ্টেন খুবই ভালো মানুষ। প্রথমদিন হাই-হেলো করার পর থেকেই আমার খুবই ভালো লাগছে। মাথা গরম করা ক্যাপ্টেন না, সবসময় মাথা ঠাণ্ডা রাখে। এটা খুব ভালো, দলের জন্যও ভালো। যেমন ভালো-খারাপ সময়ে কী করলে ভালো হবে, এদিক থেকেও সাহায্য হয়। যেটা বললাম, খুব হেল্পফুল।’
এসময় রাজস্থানের হয়ে খেলার অভিজ্ঞতা জানিয়ে মোস্তাফিজ বলেন, ‘এখানে যখন এসেছি, আমার মনে হয়নি যে আমি নতুন এসেছি। দলের সবাই… খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই ভালোভাবে গ্রহণ করেছে। যেন আমি পুরোনো দলেই এসেছি। আমার খুব ভালো লেগেছে, দারুণ সময় কেটেছে। সবাই খুব হেল্পফুল।’