ঢাকা প্রিমিয়ার লিগের প্রতিটি খেলা সরাসরি দেখা যাবে ইউটিউবে

শেষ হয়েছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গতকাল শেষ ওয়ানডে ম্যাচে বাজেভাবে হেরেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। আগামী ৩১ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের বাকি অংশ।

টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিদিন অনুষ্ঠিত হবে ৬ টি করে ম্যাচ। বিকেএসপির দুইটি মাঠ এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ গুলি। একটি মাঠে প্রতিদিন অনুষ্ঠিত হবে দুইটি করে ম্যাচ। প্রথমটি অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় এবং দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে বিকাল ৩ টায়।

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে খেলা সরাসরি দেখা যাবেনা টেলিভিশনে। তবে ইউটিউব-এর মাধ্যমে সরাসরি দেখা যাবে ঢাকা প্রিমিয়ার লিগের প্রতিটি খেলা।





জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বিসিবি পিচ ভিশনের মাধ্যমে এই লাইভ স্ট্রিমিং করে আসছে অনেক দিন ধরেই। ডিপিএলেও থাকছে এমন লাইভ স্ট্রিমিং। যা সরাসরি দেখা যাবে ইউটিউবে।