মাহমুদুল্লাহ রিয়াদের সহজ ক্যাচ মিসে ব্যক্তিগত ৯৯ রানের মাথায় জীবন ফিরে পেলেন কুশল পেরেরা। তুলে নিয়েছেন সেঞ্চুরি

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে দুই ওপেনার ব্যাটসম্যান গুনাথিলাকা এবং কুশল পেরেরা। ওপেনিং জুটিতে এই দুইজন বিধ্বংসী রূপে ব্যাট করতে থাকেন।

তবে এরপর বাংলাদেশকে জোড়া উইকেট তুলে দেন তাসকিন আহমেদ। দলীয় ৮২ রানের মাথায় প্রথমে দানুশকা গুনাথিলাকাকে প্যাভিলিয়নের ফেরাউন তাসকিন। ওভারের শেষ বলে পাথুম নিসাঙ্কাকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তাসকিন। তবে এর উপরে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল পেরেরা এবং কুশল মেন্ডিস দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা।

তবে দলীয় ১৪৯ রানের মাথায় দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন সাকিব আল হাসান। ক্যাচটি লুফে নিতে পারেননি আফিফ হোসেন। ব্যক্তিগত ৭৯ রানের মাথায় জীবন পান কুশল পেরেরা। তবে পরের ওভারেই নীচের দিকে স্প্রে বোলিংয়ে এসে উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।

২২ রান করা কুশল মেন্ডিসকে প্যাভেলিয়নে ফেরান তিনি। অন্য প্রান্ত থেকে সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন কুশল পেরেরা। তবে ব্যক্তিগত ৯৯ রানের মাথায় সহজ একটি সুযোগ হাতছাড়া করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মোস্তাফিজুর রহমানের বলে সহজ একটি ক্যাচ দিয়েছিলেন কুশল পেরেরা। কিন্তু সেটি ধরতে পারেননি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। পরের বলেই ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন কুশল পেরেরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।





শ্রীলঙ্কা একাদশ : দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয় ডি সিলভা, রমেশ মেন্ডিস, বিনুরা ফার্নান্দো, চামিকা করুনারান্তে, ভানিন্দু হাসারাঙ্গা ও দুশমন্থ চামিরা।