আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর। যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে দল পেয়েছেন বাংলাদেশের সুপারস্টার ক্রিকেটার সাকিব আল হাসান।
২০২১ মৌসুমের জন্য তাকে দলে নিয়েছে জামাইকা তালাওয়াস। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে সিপিএল কতৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানিয়েছেন “সিপিএলের এবারের আসরে জামাইকা তালাওয়াসএর হয়ে ফিরছেন সাকিব আল হাসান।
এর আগে একাধিকবার সিপিএলে খেলেছেন সাকিব আল হাসান। সাকিব-আল-হাসান ছাড়াও তাদের দলে রয়েছেন আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট।