শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কোন অতিরিক্ত রান না দিয়ে বিরল কীর্তি গড়েছে মিরাজ-মোস্তাফিজরা

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিরল কীর্তি গড়েছেন বাংলাদেশের বোলাররা। এই ম্যাচে দারুন নিয়ন্ত্রিত বোলিং করেছে টাইগাররা। ‌ যার কারণে গতকাল শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কোন অতিরিক্ত রান দেয়নি বাংলাদেশের বোলাররা। বৃষ্টির কারণে গতকাল খেলা হয়েছে ৪০ ওভারে।

এই ৪০ ওভারে বোলিং করেছেন বাংলাদেশের ৬ জন বোলার। অতিরিক্ত রান সাধারণত চার রকমের হয়। নো বল, ওয়াইড, বাই, লেগবাই। পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজও অতিরিক্ত রান দেননি।

হাত ঘুরিয়েছিলেন মোসাদ্দেক হোসেনও। তিনিও ধারাবাহিকতা ধরে রেখেছেন। প্রত্যেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে রান আটকে রাখেন। তবে এটি বাংলাদেশের প্রথম নয়। এর আগেও দুইবার এমন ঘটনা ঘটিয়েছে টাইগাররা।

২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩.৫ ওভার বোলিং করে বাংলাদেশ। ওই ম্যাচে ম্যাচে মাশরাফি মুর্তজা, তাপস বৈশ্য, সাকিব, মোহাম্মদ রফিকসহ আফতাব আহমেদ ও আবদুর রাজ্জাকও হাত ঘুরিয়েছিলেন। কিন্তু অতিরিক্ত খাত থেকে রান দেননি কেউ।





এরপর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ম্যাচে ভারতের বিপক্ষে ৪০.১ ওভার বোলিং করেছিল বাংলাদেশ। ওই ম্যাচেও কোনো অতিরিক্ত রান দিয়েছিল না মাশরাফি, মোস্তাফিজ, তাসকিন, রুবেল সাকিবর। এমন বিরল কীর্তির দুই ম্যাচ হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।