শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলাদেশের ইনিংসের ৪৭তম ওভারের দ্বিতীয় বলে দুশমান্থ চামিরার একটি বাউন্স বল খেলতে গিয়ে মাথায় আঘাত লাগে মোহাম্মদ সাইফুদ্দিনের।
তবুও দ্রুত রান নিতে গিয়ে রান আউট হয়েছেন সাইফুদ্দিন। আর ওই সময় মাথায় আঘাত লাগে মোহাম্মদ সাইফুদ্দিনের। তিনি কুসল মেন্ডিসের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। ডাইভ দিয়ে ক্রিজে পৌঁছানোর চেষ্টা করেছিলেন সাইফ, তবে সফল হনি।
আউট হওয়ার পর ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। এই দিন ব্যাট হাতে ৩০ বলে ১১ রান সংগ্রহ করেন মোহাম্মদ সাইফুদ্দিন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাইফউদ্দিনের কনকাশন সাব হিসেবে বোলিংয়ে নেমেছেন তাসকিন আহমেদ।
মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৪৬ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিম। এই দিন ১২৬ বলে ১২৫ রান করেছেন তিনি।