আবারো শুরু হয়েছে বৃষ্টি। ৯৬ রান করে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম। দেখেনিন ম্যাচের সর্বশেষ স্কোর

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের উইকেট হারায় টাইগাররা। ৬ বলে ১৩ রান করে দুশমন্থ চামিরার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম।





একই পথে হেঁটেছেন সাকিব আল হাসান। ৩ বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। তবে আজ ও সুযোগ কাজে লাগাতে পারেননি ওপেনার ব্যাটসম্যান লিটন দাস এবং মোহাম্মদ মিঠুন এর পরিবর্তে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত।

দলীয় ৪৯ রানের মাথায় ৪২ বলে ২৫ রান করে লাকশান সান্দাকানের বলে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। মোহাম্মদ মিঠুন-এর পরিবর্তে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত ১২ বলে করেছেন ১০ রান। তবে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭০ বলে মাত্র একটি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম।

এই দুইজনের ৮৭ রানের পার্টনারশিপ ভাঙ্গেন লাকশান সান্দাকান। ৫৮ বলে একটি চার এবং দুটি ছক্কা সাহায্যে ৪১ রান করে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন আফিফ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ।

১০ রান করেন আফিফ হোসেন এবং ০ রানে প্যাভিলিয়নে ফেরেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ৪২ তম ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। তবে কিছু সময় পর আবার খেলা শুরু হলেও ইনিংসে ৪৪ ওভারে আবারো মুষলধারে বৃষ্টি শুরু হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩.৩ ওভারে ৭ উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৯৬ এবং মোহাম্মদ সাইফুদ্দিন ৮ রান করে অপরাজিত রয়েছেন।।

আজকের ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ এর পরিবর্তে আজ ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে শরিফুল ইসলামের। অন্যদিকে একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। তার জায়গায় সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অন্যদিকে শ্রীলংকার একাদশে আসেনি কোন পরিবর্তন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।





শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, আসেন বান্দারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকশান সান্দাকান এবং দুশমন্থ চামিরা।