ঘূর্ণিঝড় “ইয়াস”-এর কারণে পরিত্যক্ত হতে পারে আজ বাংলাদেশে বনাম শ্রীলঙ্কা এর মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়লাভ করে ইতিমধ্যেই সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। আজ যেতে পারলেই প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জয়লাভ করবে বাংলাদেশ।

তবে দুই দলের ক্রিকেট ভক্তদের জন্য অনেক খারাপ খবর রয়েছে। বৃষ্টির কারণে আজ পরিত্যক্ত হতে পারে বাংলাদেশে বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বঙ্গোপসাগরের তৈরি হয়েছে ঘূর্ণিঝড় “ইয়াস”।

গতকাল থেকেই সারাদেশে শুরু হয়েছে বৃষ্টি। গতকাল রাতে মুষুলধারে বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেই বৃষ্টি অব্যাহত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ সারাদিন ঢাকায় থেমে থেমে বৃষ্টি হবে।





যার প্রভাব পড়তে পারে বাংলাদেশে বনাম শ্রীলঙ্কা এর মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীতে বৃষ্টি খুব একটা তীব্র হবে না। সেক্ষেত্রে কার্টেল ওভারে গড়াতে পারে ম্যাচ। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মে।