শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন নম্বর ব্যাটিং পজিশনে সাকিবের ওপর আস্থা রাখছেন অধিনায়ক তামিম ইকবাল

অবশেষে নিজের পুরনো ব্যাটিং পজিশন ফিরে পাচ্ছেন সাকিব আল হাসান। নানা পরীক্ষা-নিরীক্ষার পর শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের তিন নম্বর ব্যাটিং পজিশন দেখা যাবে সাকিব আল হাসানকে। আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।





বিশ্বকাপের আট ম্যাচের আট ইনিংসের মধ্যে সাতটিতেই পঞ্চাশ পেরোনো স্কোর বাংলাদেশের অলরাউন্ডারের৷ দুই সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে মোট রান ৬০৬৷ গড় ৮৬.৫৭ স্ট্রাইকরেট ৯৩.০৩৷ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানে টুর্নামেন্ট শুরুর পর নিউজিল্যান্ড (৬৪), ইংল্যান্ড (১২১), ওয়েস্ট ইন্ডিজ (১২৪*), অস্ট্রেলিয়া (৪১), আফগানিস্তান (৫১), ভারত (৬৬), পাকিস্তান (৬৪)- প্রত্যেক দলের বিপক্ষে বিস্ময়কর ধারাবাহিকতায় হেসেছে সাকিবের ব্যাট৷

তবে এর উপরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা থেকে ফিরেও নিজের পুরনো ব্যাটিং পজিশন ফিরে পাননি তিনি। তার জায়গায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারকে দিয়ে। কিন্তু সেভাবে মেলে ধরতে পারেননি এই দুই ব্যাটসম্যান।

তাই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিবকে তিন নম্বর রাখতে চান অধিনায়ক তামিম ইকবাল। আজ সংবাদ সম্মেলনে এটা নিশ্চিত করেছেন অধিনায়ক তামিম। তবে এই সময়ে তামিম আরও জানিয়েছেন সাকিবের কাছ থেকে বিশ্বকাপের পর্যায়ে পারফর্মেন্স আশা না করতে।

তামিম ইকবাল বলেন, “সাকিব বিশ্বকাপে যা করেছে তা অসাধারণ। তবে একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে ওই ধরনের পারফরম্যান্স করা প্রতিটি ম্যাচেই সম্ভব না। একটা ছেলে ৭-৮ ম্যাচে ৬০০ রান করেছে এটা আন্তর্জাতিক ক্রিকেটে খুব কমই হয়েছে। যদিও এ ধরনের পারফরম্যান্স নাও হয় এখানে তবে কোন চিন্তার কারন নেই। আমরা জানি সাকিব অসাধারণ”।





“তবে আমি আশা করি সাকিব প্রতিটি ম্যাচেই ভালো খেলবে। তবে আপনি যদি চিন্তা করেন বিশ্বকাপের ওই ৬০০ রান ওইভাবেই প্রত্যেকটা পার হবে তাহলে এটাও সম্ভব না এভাবে ক্রিকেট খেলা হয় না। যদি ওই ভাবে নাও হয় তাহলে আমার কোন সমস্যা নেই”।