শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা। বাদ পড়েছেন ইমরুল কায়েস

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েসের। এছাড়াও ইনজুরির কারণে বাদ পড়েছেন ফাস্ট বোলর রুবেল হোসেন এবং হাছান মাহমুদ।





দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন এবং শেখ মেহেদী হাসান। ১৫ সদস্যের স্কোয়াডের আরো সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। নিউজিল্যান্ড সিরিজে না থাকলেও এই সিরিজে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

দল ঘোষণার সময় প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদীন নানু বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ভালো ওয়ানডে সিরিজ খেলেছি। তিন শূন্যতে জিতেছি। সেই ধারাবাহিকতা রক্ষা করার তাগিদে আমরা খুব বেশি পরিবর্তন আনিনি। মোটামুটি সবাই দলে আছে।’

‘আশা করি শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা ভালো করবো। হোম সিরিজে আমরা সব সময়ই ভালো ক্রিকেট খেলি। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। কিন্তু হোমে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আমরাও আত্মবিশ্বাসী।’





বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।