অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে দল পেয়েছেন শাহাদাত হোসেন রাজিব। সেরা পারফরমার হয়ে খেলতে চান জাতীয় দলে

অবশেষে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের লিগে খেলার জন্য অনুমতি পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার শাহাদাত হোসেন রাজিব। খেলবেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে। জাতীয় লিগের ম্যাচ চলাকালীন সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার দায়ে সব ধরণের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন শাহাদাত হোসেন রাজিব।





পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছিল ৩৪ বছর বয়সী এ পেসারকে। তবে কিছুদিন আগে শাস্তি মওকুফের জন্য বিসিবির কাছে আবেদন জানিয়েছিলেন শাহাদাত হোসেন রাজিব। সেই আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বলতো মায়ের অসুস্থতার জন্য বিসিবির কাছে আবেদন করেন তিনি। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে পার্টেক্স গ্রুপের হয়ে তিনি খেলবেন এটা প্রায় নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বিসিবিতে আনুষ্ঠানিকভাবে দলটির সাথে চুক্তি স্বাক্ষর করবেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগে সেরা একাদশে সুযোগ পেলে নিজেদের সেরাটা দিয়ে খেলব এমনটাই জানিয়েছেন শাহাদাত হোসেন রাজিব। সেইসাথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে আবারো খেলতে চান তিনি। জাতীয় ক্রিকেট লিগ গুলিতে পারফরম্যান্স করে জাতীয় দলে আবারো জায়গা করে নিতে চান তিনি।





রাজিব বলেন, আমি কঠোর পরিশ্রম করছি, আমার বলের গতিও বেড়েছে। আশা করি সেরা একাদশে খেলতে পারলে নিজের সেরাটা দিতে পারবো এবং ভালো কিছু করতে পারবো। সেই হতাশা এখন আর নেই এখন স্বপ্ন দেখছি লিগে নিজের সেরা পারফরমেন্স করে জাতীয় দলে ফেরার।