ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দল থেকে বাদ পড়তে পারেন রুবেল হোসেন

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে এই সিরিজে দেখা নাও যেতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলর রুবেল হোসেনকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ ৮টা ১৫ মিনিটে শ্রীলঙ্কা লঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছে কুশল পেরেরার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার ওয়ানডে দল।

আগামী ২৩ মে থেকে শুরু হবে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। তবে ইনজুরির কারণে এই সিরিজে নাও থাকতে পারেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলর রুবেল হোসেন। বেশ কিছুদিন ধরেই কোমরের ব্যথায় ভুগছেন ফাস্ট বোলর রুবেল।

নিউজিল্যান্ড সিরিজে এই ব্যথা পেয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বিশ্রামে থাকলো এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। যদিও শ্রীলংকার বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে ছিলেন রুবেল হোসেন।

শ্রীলঙ্কা দল: কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ–অধিনায়ক), ধানুষ্কা গুনাতিলকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশ্মন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লক্ষ্মণ সান্দাকান, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।





শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াড
তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।