ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পুরনো ব্যাটিং পজিশন ফিরে পাচ্ছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কাল সকালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখছে শ্রীলঙ্কা। এই সিরিজে তিন নম্বর ব্যাটিং পজিশন এ দেখা যাবে সাকিব আল হাসানকে।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্যারিয়ারে দেশের বিভিন্ন পজিশনে ব্যাট করলেও তিন নম্বর ব্যাটিং পজিশন এর সবচেয়ে ভালো খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এরপর এক বছরের নিষেধাজ্ঞা থাকার পর জাতীয় দলে ফিরে নিজের ব্যাটিং পজিশন হারিয়েছিলেন সাকিব আল হাসান। গত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তিন নম্বর ব্যাটিং পজিশনে খেলেছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে খেলেছিলেন দুর্দান্ত।
নিষেধাজ্ঞার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামেন সাকিব আল হাসান। ওই সিরিজে শান্তকে তিনে খেলানো হয়। চারে ছিলেন সাকিব। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি শান্ত। তিন ম্যাচে মাত্র ১২ গড়ে ৩৮ রান তুলতে সক্ষম হয়েছেন তিনি।
কিউইদের বিপক্ষে সিরিজে তিনে সৌম্য সরকারকে দিয়ে চেষ্টা চালিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তিনিও হতাশ করেছেন। তাই ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিন নম্বরে দেখা যাচ্ছে সাকিবকে এটা নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে নান্নু জানিয়েছেন, ‘সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে (আসন্ন সিরিজে) তিন নম্বরে ব্যাটিং করবে। সেটা তার জন্য সেরা জায়গা। সে নিজেও তিন নম্বরে ব্যাট করতে চায়। তাই আমরা মনে করেছি আমাদের তাকে সুযোগটা দেওয়া উচিত।’