২০ দল নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপ হবে ১৪ দল নিয়ে।

সারাবিশ্বে ক্রিকেট খেলাকে আরো বেশি করে ছড়িয়ে দিতে বিশ্বকাপের দল সংখ্যা বাড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৬ দলের পরিবর্তে ২০ দলের করার পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

এছাড়াও বাড়তে পারে ওয়ানডে বিশ্বকাপের দল। ১০ থেকে ১৪ দলে হতে পারে ওয়ানডে বিশ্বকাপ। তবে বিশ্বকাপের দল সংখ্যা এখনই বাড়ছে না। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যেতে পারে ২০ দলের টুর্নামেন্ট।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে ইতিমধ্যেই এই বিষয়ে আইসিসি প্রধান নির্বাহীদের সভায় সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখনও না হলেও ইতিবাচকভাবেই সামনে তাকানো হচ্ছে এসব নিয়ে।





বিশেষ করে, প্রভাবশালী দেশগুলির সমর্থন আছে বলে এই আলোচনাগুলো বাস্তব রূপ পাওয়ার সম্ভাবনা প্রবল।বিশ্বকাপে দল সংখ্যা অবশ্য এখনই বাড়ছে না। ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ২০২৪ আসর থেকে। সেখানে প্রাথমিক পর্ব থেকেই সবগুলি দলের অংশগ্রহণের পরিকল্পনা করা হচ্ছে। চার গ্রুপে থাকবে পাঁচটি করে দল।