ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলবেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির

বেশ কিছুদিন হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অভিমান করেই অবসর নিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তবে অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান তিনি। বর্তমানে পরিবারসহ ইংল্যান্ডে অবস্থান করছেন তিনি।

ইংল্যান্ড কাউন্টি ক্রিকেট লীগে কেন্টের হয়ে খেলার কথা রয়েছে তার। শুধু তাই নয় অনির্দিষ্টকালের জন্য ইংল্যান্ডে অবস্থান করবেন তিনি। এর মধ্যেই গুঞ্জন উঠেছে ইংল্যান্ডের নাগরিকত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার। আর সেটা যদি হয় তাহলে আইপিএলে দেখা যেতে পারে মোহাম্মদ আমিরকে।

পাকপ্যাশন ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন মোহাম্মদ আমির। রাজনৈতিক কারণে আইপিএলের খেলা হয় না পাকিস্তান দলের ক্রিকেটারদের। তবে এর আগে ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ।

সেই দিক দিয়ে যদি ইংল্যান্ডের নাগরিকত্ব পান মোহাম্মদ আমির তাহলে আইপিএলে খেলতে বাধা থাকবে না তারা। পাকপ্যাশন ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ আমির বলেন, “এই মুহূর্তে আমি অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়ে যুক্তরাজ্যের অবস্থান করছি। আমি এখানে ক্রিকেট দারুণ উপভোগ করছি এবং আমার আরো ছয়-সাত বছর ক্রিকেট খেলার পরিকল্পনা রয়েছে”।





“আমার বাচ্চারা ইংল্যান্ডে বড় হবে এবং সেখানে তাদের পড়াশোনা করবে। তাই আমি এখানেই বাকি সময় কাটাতে চাই। ভবিষ্যতে যখন আমি ব্রিটিশ নাগরিকত্ব পাব তখন জিনিসগুলো নিয়ে ভাববো। এই মুহূর্তে আমি অন্যান্য সম্ভাবনা ও সুযোগ নিয়ে ভাবছি না”। আমির আরও যোগ করেছেন।