অবসর ভেঙে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দক্ষিণ আফ্রিকার দলে দেখা যেতে পারে এই ব্যাটসম্যানকে। তবে এরই মধ্যে আবারও সংবাদ এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন শ্রীলংকার কিংবদন্তি ফাস্ট বোলার মালিঙ্গা।
তবে সেই গুঞ্জন এবার সত্যি হচ্ছে। এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই আবারো শ্রীলংকার জাতীয় দলে ফিরতে পারেন তিনি এমনটাই ইঙ্গিত দিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটের নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদ বিক্রমাসিংহে।
২০১৪ মালিঙ্গার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়লাভ করেছিল শ্রীলঙ্কা। অভিজ্ঞ এই ক্রিকেটারকে আবারও দেখা যাবে শ্রীলংকার টি-টোয়েন্টি দলে। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ভারতে না হলেও অন্য দেশে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এরপর আগামী বছর আবারো অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই শ্রীলঙ্কা দলে ফিরছেন মালিঙ্গা। মালিঙ্গাকে নিয়ে শ্রীলঙ্কার জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদ বিক্রমাসিংহে জানান,
“আমরা শীঘ্রই লাসিথের সঙ্গে কথা বলব। লাসিথ আমাদের দেশের সর্বকালের অন্যতম সেরা বোলার। এখনও যা ফর্মে রয়েছে তাতে যে কোনও দলে অনায়াসে সুযোগ পেতে পারে। পরপর দুইবছর বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা তাকে দলে রাখতে চাইছি”।