টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে আগামী জুনে ইংল্যান্ডে অবস্থান করবে ভারত জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলির দল। তবে এই সিরিজ নিয়ে বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রয়েছে ভারতের। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে এই তিনটি সিরিজ এত কম সময়ে আয়োজন করা একপ্রকার অসম্ভব। তাই শ্রীলংকার বিপক্ষে বি’দল পাঠানোর চিন্তাভাবনা করেছে ভারত ক্রিকেট বোর্ড।
আর সেটা যদি হয় তাহলে সেই দলের অধিনায়ক হতে পারে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান শেখর ধাওয়ান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২ জুন ইংল্যান্ডের বিমান ধরবে বিরাট কোহলিরা। প্রায় চার মাস ইংল্যান্ডে অবস্থান করবে ভারত জাতীয় ক্রিকেট দল।
আর এই সময়ে জুলাইয়ে ভারতের তারুণ্যনির্ভর এক দল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কা। যদিও এই সিরিজের এখনো চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেনি কোন ক্রিকেট বোর্ড।
তবে ভারতীয় গণমাধ্যমগুলির মতে দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই। এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুলাই এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুলাই। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ এবং ২৭ জুলাই।
তবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য এই দলে থাকছেন না জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা। তাই ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কা সফরে ভারত দলের প্রধান কোচ হিসেবে থাকবেন ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়।
সেইসাথে আইপিএলের এবারের আসরে দুর্দান্ত খেলা ক্রিকেটারই সুযোগ পাবেন এই সিরিজে। যার অধিকাংশ ক্রিকেটাররাই হবেন তরুণ। অধিনায়ক শিখর ধাওয়ান-এর সাথে দলে থাকতে পারেন পৃথ্বী শ, দেবদূত পাডিকাল, চেতন সাকারিয়া, রাহুল চাহার, ইশান কিশান, নবদ্বীপ সাইনি, খলিল আহমেদের মতো তরুণ ক্রিকেটাররা।