বর্তমান সময়ের দারুন ছন্দে ধরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসে ৩ টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম। সেই সাথে সেঞ্চুরি মিস করেছেন তিনটি। বর্তমান সময়ের দারুন ছন্দে থাকা এই ব্যাটসম্যান শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে দারুন একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন।
তবে মাত্র ৫৯ রানের কারণে সেই বিশ্বরেকর্ডটি ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই টপ অর্ডার ব্যাটসম্যানের। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন তামিম ইকবাল।
ক্রিকেটের তিন ফরম্যাটে মিলে ৪০৮ ইনিংসে ১৩৯৪১ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। এর মধ্যে তিনি সেঞ্চুরি করেছেন ২৩ টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ৮৮ টি। তামিম ইকবালের এইক ইনিংসে সর্বোচ্চ ২০৬ রান।
আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে আর মাত্র ৫৯ রান করতে পারলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম ইকবাল।
তামিম ইকবালের পরে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৪২৪ ইনিংসে ১২৩১১ রান করেছেন মুশফিকুর রহিম। তৃতীয় নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। ৩৭৯ ইনিংসে সাকিব আল হাসান করেছেন ১১৯৩৩ রান।