শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে সবকয়টি ম্যাচে জয়লাভ করতে চান মোস্তাফিজুর রহমান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর এবারের আসরের দারুন ছন্দে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্ট্রাইক বোলার মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আইপিএল থেকে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। যদিও বর্তমানে আইপিএল বন্ধ হয়েছে। ভারত থেকে দেশে ফিরে দেশে একটি পাঁচ তারকা হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন মোস্তাফিজুর রহমান।

তবে হোটেল রুমে বন্দী থাকতে আর ভালো লাগছেনা মোস্তাফিজুর রহমানের। সেইসাথে শ্রীলঙ্কা সিরিজে সবকয়টি ম্যাচে জয়লাভ করতে চান মুস্তাফিজুর রহমান। দেশের একটি দৈনিক সংবাদ মাধ্যম সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে মোস্তাফিজুর রহমান বলেন,

“আমরা তো অবশ্যই চেষ্টা করব সিরিজের সব ম্যাচ জিততে। তবে কথা হচ্ছে, কবে হোটেল থেকে বের হতে পারব জানি না। ওখানে পাঁচ দিন হোটেলে ছিলাম। এখানে কতদিন থাকতে হবে; কে জানে। আমার মনে হচ্ছে বাইরের হাওয়া-বাতাস লাগাতে পারলে ভালো হতো”।

“বেশ কিছু দিন হয়ে গেল বসে রয়েছি। ছন্দ থাকতে থাকতে মাঠে ফেরা দরকার। গ্যাপ হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। রুমে জিম বা রানিং যতই করেন না কেন মাঠের মতো হবে না। মাঠে রোদ থাকে, গরমের সঙ্গে মানিয়ে নিতে হয়। এগুলো আগে নিশ্চিত করতে হবে”।





“শুধু আমি না, সাকিব ভাইও আছে। আমাদের দু’জনের জন্যই মাঠে ফেরার সুযোগ সৃষ্টি করতে পারলে ভালো। সুযোগ পেলে দেশের জন্য সব সময় ভালো করার চেষ্টা করি। যেন আমাকে দিয়ে আমার দেশের উপকার হয়। আমাকে দিয়ে একটি ম্যাচ জিতলে সেটা বড় প্রাপ্তি”।