তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এই সিরিজে জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ঘরের মাঠে বাংলাদেশকেই ফেভারিট মানছেন তিনি।
যদিও বাংলাদেশ নিজে নিজে থেকে পরিকল্পনা নতুন করে সাজাচ্ছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। নিয়মিত ক্রিকেটারদের বিশ্রামে দিয়ে তরুণ ক্রিকেটারদের দিয়ে দল সাজাচ্ছে শ্রীলঙ্কা। তবে তা নিয়ে সতর্ক থাকার বিকল্প দেখছেন না খালেদ মাহমুদ সুজন। যদিও ওয়ানডে ফরম্যাট হওয়ায় সিরিজ জেতার বিশ্বাস রয়েছে তার।
রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুজন বলেছেন, ‘নবীন হলেও শ্রীলঙ্কা বেশ শক্ত দল হবে। অবশ্যই আমরা ঘরের মাঠে সিরিজ জিততে চাই। আমি বিশ্বাস করি যে, আমাদের সামর্থ্য আছে সিরিজ জেতার। যদিও বেশ কিছু ম্যাচ হেরে আমরা ব্যাকফুটে আছি।’
তিনি আরও যোগ করেন, ‘তবে আমি মনে করি এই ফরম্যাটে আমরা বেশ দুর্দান্ত দল। আমি মনে করি আমাদের কন্ডিশন, যদিও শ্রীলঙ্কা ও বাংলাদেশের কন্ডিশনে খুব বেশি ফারাক নেই তবুও আমাদের হোমগ্রাউন্ড… আমরা চেষ্টা করব নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে। আমি বিশ্বাস করি সিরিজটা আমরা জিতব।’
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াড
তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।