সতীর্থ মুস্তাফিজুর রহমানের দারুণ প্রশংসা করলেন চেতন সাকারিয়া

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরে আলো ছড়িয়েছেন রাজস্থান রয়েলসের তরুণ ফাস্ট বোলার চেতন সাকারিয়া। আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়েলসের প্রতিটি ম্যাচেই সুযোগ পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। ৭ ইনিংসের বল হাতে তিনি তুলে নিয়েছেন ৭ উইকেট।

আইপিএল থেমে গেছে মাঝপথে করোনার প্রকোপে। তাই বাড়ি ফিরে গেছেন সবাই। বাড়ি ফিরেও সেই করোনার সঙ্গে লড়াই করছেন সাকারিয়া। করোনা আক্রান্ত বাবা-মা’র চিকিৎসা করাতে বেশিরভাগ সময়ই কাটাতে হচ্ছে হাসপাতালে।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাকারিয়া বলেছেন, “আইপিএল চলাকালীন রাজস্থান রয়্যালসের থেকে কিছু টাকা পেয়েছিলাম। তখন সেটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি বাবার চিকিৎসার জন্য।” ওই সাক্ষাতকারে সাকারিয়া সমালোচনা করেছেন আইপিএল বন্ধ করার পক্ষে যারা কথা বলেছিলেন।

“দেখুন, আমি পরিবারের একমাত্র উপার্জনকারী। ক্রিকেটই আমার রুটি-রুজির একমাত্র মাধ্যম। আমি দরিদ্র ঘরের সন্তান। এই সময়ে আইপিএল যদি না হত তবে বাবাকে চিকিৎসা করানো কঠিন হয়ে যেত আমার।”





আইপিএলে একই দলের হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। এসময়ের মোস্তাফিজুর রহমানের দারুণ প্রশংসা করেছেন তিনি। এসময় তিনি আরো বলেন,”মোস্তাফিজ অসাধারণ। সে খুব ভালোভাবেই উইকেট বুঝতে পারে। সে জানে ঠিক কখন স্লোয়ার বল করতে হবে। সে জানে কীভাবে একজন ব্যাটসম্যানের ছন্দপতন ঘটাতে হয়। সে আপনাকে বলে দিতে পারবে ঠিক কখন কোন পজিশনে কেমন বোলিং করতে হবে”।