করোনার কারণে স্থগিত হয়ে গিয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। তবে স্থগিত হলেও কিছুদিনের মধ্যেই বাকি ম্যাচগুলো আয়োজন করতে চাই বিসিসিআই।স্থগিত হবার আগে অনুষ্ঠিত হয়েছিল ২৯ টি ম্যাচ। ফাইনালসহ এই টুর্নামেন্টের এখনো খেলা বাকি ৩১ টি।
বাকি এই ম্যাচ গুলি আয়োজন করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। ইতিমধ্যেই আজ সকালে জানা গিয়েছিল আইপিএলের এবারের আসরের বাকি অংশ অনুষ্ঠিত হতে পারে সংযুক্ত আরব আমিরাতে অথবা ইংল্যান্ডের। আর সেই গুঞ্জন এখন সত্যি হচ্ছে।
আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে ইচ্ছা প্রকাশ করেছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লীগের বেশ কয়েকটি দল। ইতোমধ্যে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে আইপিএলের এবারের আসরের বাকি ম্যাচগুলো আয়োজনের ব্যাপারে চিঠি দিয়েছে দ্যা এমসিসি, সারে, ওয়ারউইকশায়ার এবং ল্যাঙ্কারশায়ার।
এবছর বিশ্বকাপের আগে আইপিএল-এর বাকি অংশ আয়োজন করতে চাই কাউন্টি লিগের দল গুলি। আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড যাবে ভারতীয় ক্রিকেট দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলার পর আবার ইংল্যান্ডের সঙ্গে রয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এ দুই এসাইনমেন্ট শেষ করে আইপিএলের জন্য ইংল্যান্ডেই থেকে যেতে পারবে ভারতীয় ক্রিকেটাররা।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, “এ বছরের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিকে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চায় কাউন্টির দলগুলো। এমনকি এই প্রস্তাবটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আযোজিত ভার্চুয়াল মিটিংয়েও উঠতে পারে।