প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে “বলির পাঠা” বানাতে চান না খালেদ মাহমুদ সুজন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় ক্রিকেট পড়ায় গুঞ্জন উঠেছে চাকরি হারাতে পারেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

তবে রাসেল ডমিঙ্গো কে বলির পাঠা বানাতে চান না খালেদ মাহমুদ সুজন। তার মতে, চেষ্টার কমতি রাখেননি ডোমিঙ্গো। মূলত ভাগ্যের কারণেই ফলাফল আসেনি।

বুধবার জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে সুজন বলেছেন, ‘রাসেল ডোমিঙ্গোকে বলির পাঠা বানানো উচিত হবে না। ভালো-খারাপ যা-ই হয়েছে, এর সব দায় কোচকে দেয়া ঠিক নয়। সে একটা বড় দলেরও কোচ ছিল। তার চেষ্টায় কোনো কমতি ছিল না।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বলব, রাসেল খানিকটা দুর্ভাগা যে এটা অনেকবার হয়ে গেছে। তবে এখনই কোনোকিছু বলার সময় আসেনি। আমি ওর সঙ্গে একটা সিরিজে কাজ করলাম। নিজের মূল্যায়ন থেকে বলতে পারি, ও নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছে।’

এসময় ডোমিঙ্গোকে বরখাস্ত করার গুঞ্জন উড়িয়ে দিয়ে সুজন বলেন, ‘আমার মনে হয় না, এখানে (বোর্ডে) ডোমিঙ্গোকে বাদ দেয়ার কোনো আলোচনা হয়েছে। আমাদের বুঝতে হবে যে, মন চাইলেই যে কাউকে আমরা কোচ হিসেবে নিয়োগ দিতে পারব না। এখানে অনেক বিষয় বিবেচনায় রাখতে হয়।’





‘আমাদেরকে এটা বুঝতে হবে যে, দলের সাফল্য-ব্যর্থতার জন্য কোচই একমাত্র দায়ী নন। কারণ মাঠে ক্রিকেটারদের খেলতে হয়। তাই এ বিষয়টা গুরুত্বপূর্ণ যে, কোচকে দোষারোপ না করে কীভাবে আরও ভালো পরিকল্পনা করা যায় এবং নিজেদের উন্নতি ত্বরান্বিত করা যায়।’