অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর আসর। আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে খেলছেন দুইজন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে জানা গিয়েছিল ১৯ মে বাংলাদেশ ফিরবেন সাকিব আল হাসান।
বিশেষ ব্যবস্থায় তাদেরকে দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তবে আজ আইপিএল বন্ধ হয়ে যাওয়ার কারণে নতুন করে আবারও ভাবতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে। ১৯ মে নয় এর আগেই যত দ্রুত সম্ভব সাকিব এবং মুস্তাফিজকে দেশে ফেরাতে চায় বিসিবি।
আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রাথমিক স্কোয়াডে ছিলেন সাকিব এবং মুস্তাফিজ। তবে আইপিএল বন্ধ হয়ে যাওয়ার কারণে খুব দ্রুতই এই দু’জনকে দেশে ফেরাতে চান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন
গণমাধ্যমকে মঙ্গলবার তিনি বলেন, ‘খবরটা মাত্রই দেখলাম আইপিএল বন্ধ। এখনও সাকিব ও মুস্তাফিজের সঙ্গে যোগাযোগ হয়নি। যেহেতু আইপিএল বন্ধ ওখানে থাকার কোনো মানে নেই। সামনে শ্রীলঙ্কা সিরিজও আছে। আমরা সেরা উপায় বের করে ওদের বিশেষ ব্যবস্থায় দেশে ফেরাবো।’
তিনি বলেন, ‘ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসা যাত্রীদের জন্য ১৫ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নতুন নীতিমালা নিয়েছে সরকার। এখন এই নীতিতে কি সাকিব ও মুস্তাফিজও পড়ে যান কি না- সেটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি। আমরা পুরো ব্যাপারটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। তাদের কাছে পরামর্শ চেয়েছি।’
বর্তমানের দিল্লিতে রয়েছেন মোস্তাফিজুর রহমান। তার সাথে রয়েছেন তার সহধর্মিনী। অন্যদিকে আহমেদাবাদের হয়েছে সাকিব আল হাসান। বর্তমানে ভারতের সাথে সকল যোগাযোগ একপ্রকার বন্ধ। বন্ধ হয়েছে বিমান চলাচল। তবে বিসিবির বিশেষ ব্যবস্থায় দেশে ফিরে কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এটাই এখন চিন্তার বিষয়।