সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই এই সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে অনুশীলন।
শ্রীলংকা থেকে দেশে ফিরেই দলে যোগ দেবেন ওয়ানডে দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। তবে বর্তমানে আইপিএলে খেলছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। প্রাথমিক স্কোয়াডে রয়েছেন এই দুই ক্রিকেটার। তবে কবে তারা দেশে ফিরবেন এ ব্যাপারে এখনও নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে তাদেরকে আইপিএল ছেড়ে কিছুদিনের মধ্যেই দেশে ফিরতে হবে এটা একপ্রকার নিশ্চিত। এই মুহূর্তে প্রতিবেশী দেশ ভারতের সাথে সব যোগাযোগ একপ্রকার বন্ধ। তাহলে কিভাবে দেশে ফিরবে সাকিব এবং মুস্তাফিজ। আর দেশে ফিরলেও পালন করতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন বিশেষ ব্যবস্থায় দেশে ফিরতে হবে সাকিব এবং মুস্তাফিজকে। সাকিব এবং মুস্তাফিজকে নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নিবার্হী বলেছেন, “প্রয়োজন বোধে বিশেষ ব্যবস্থার মাধ্যমে সাকিব ও মোস্তাফিজকে আসতে হবে। সিভিল অ্যাভিয়েশন নতুন কিছু প্রটোকলের কথা বলেছে আমাদের। এসব বিষয় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি আশা করছি আমাদের দ্রুতই ফিড ব্যাক দিবেন তারা।
তিনি আরও বলেন, ভারত থেকে দেশে ফিরলে ১৪ দিনের কোয়ারিন্টাইনে থাকতে হবে এমন নির্দেশনা থাকলেও, যেহেতু সাকিব ও মোস্তাফিজ ভারতে বায়োবাবলের মধ্যেই ছিলো, এখানে এসেও তারা বায়োবাবলের মধ্যেই থাকবে তাই সরকারের সাথে আমরা এই ব্যাপারে কথা বলেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিশ্চয়ই আমাদের এ ব্যাপারে গাইড করবে।