ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ ২৮তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসন। আজকের ম্যাচের একাদশে সানরাইজার্স হায়দ্রাবাদ পরিবর্তন এনেছে তিনটি।
একাদশে ফিরেছেন মোহাম্মদ নাবি, আব্দুল সামাদ এবং ভুবনেশ্বর কুমার। বাদ পড়েছেন ডেভিড ওয়ার্নার।অন্যদিকে একাদশে দুটি পরিবর্তন এনেছে রাজস্থান রয়েলস। একাদশে এসেছেন আনজু রওয়াত এবং কার্তিক ইয়োগী। আজকের ম্যাচের একাদশ এর রয়েছেন মুস্তাফিজুর রহমান।
রাজস্থান রয়্যালস একাদশ: জোস বাটলার, যশাসভী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, ডেভিড মিলার, রিয়ান পরাগ, অনুজ রাওয়াত, রাহুল তেওয়াতিয়া, ক্রিস মরিস, কার্তিক ত্যাগী, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: আব্দুল সামাদ, জনি বেয়ারস্টো (উইকেট কিপার), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, কেদার যাদব, রশিদ খান, মোহাম্মদ নাবি, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।