কাইরন পোলার্ডের অবিশ্বাস্য ৩৪ বলে ৮৮ রানের ব্যাটিং তান্ডবে শেষ বলে নাটকীয় ভাবে জয়লাভ করলো মুম্বাই ইন্ডিয়ান্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল অবিশ্বাস্য ব্যাটিং তান্ডব চালিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ম্যাচ জেতালেন কাইরন পোলার্ড। আইপিএলে আজ মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে আগে ব্যাট করে ২১৮ রানের বড় টার্গেটে দাঁড় করায় চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে কাইরন পোলার্ডের ৩৪ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংসের শেষ বলে জয় লাভ করে মুম্বাই ইন্ডিয়ান্স।





শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হয়। এই ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান করে চেন্নাই।

ব্যাটিং করতে নেমে শুরুতেই ফেরেন ঋতুরাজ গায়কোয়াড। ওপেনার ডু প্লেসিস ক্রিজে আসা মঈন আলীকে নিয়ে হাল ধরেন। দুজনের দ্বিতীয় উইকেটে ৬১ বলে ১০৮ রানের জুটিতে চেন্নাইকে চালকের আসনের নেন। ৩৬ বলে ৫০ করে মঈন আউট হলে ভাঙে এই জুটি।

ওপেনার ডু প্লেসিস ২৮ বলে ৫০ করে সাজঘরে ফেরার পর সুরেশ রায়না ক্রিজে এসেই সাজঘরে ফেরেন। এবার আম্বাতি রাইডু-রবীন্দ্র জাদেজা খেলা শেষ করে আসে।

রাইডু মাত্র ২৭ বলে ৪টি চার ও ৭টি ছয়ে ৭২ রান করেন। হাফসেঞ্চুরি করেন ২০ বলে। তার সঙ্গে ২২ বলে ২২ নিয়ে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন কিয়েরন পোলার্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দুই ওপেনার রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক। ওপেনিং জুটিতে এই দুইজন যোগ করেন ৭১ রান। ২৮ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা।





দলীয় ৮১ রানের মাথায় আরো দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এর পরের গল্পটা সম্পূর্ণ কাইরন পোলার্ডের। ৩৪ বলে ছয় টিচার এবং আটটি ছক্কা সাহায্যে ৮৮ রান করে অপরাজিত থেকে ম্যাচ জেতান তিনি।

বিস্তারিত আসছে…