শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে পারেন ইমরুল কায়েস। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর বাংলাদেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয়লাভ করার পর নিউজিল্যান্ডের মাটিতে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা।





এদিকে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা দল পাচ্ছে বাংলাদেশ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর খেলার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডে সিরিজে দেখা যাবে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে।

এদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য অনুশীলন। গুঞ্জন উঠেছে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যেতে পারে টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েসকে। ২০১৮ সালে বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ইমরুল কায়েস।

এরপর কলকাতা টেস্টে ভারতের বিপক্ষে খেললেও আর বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি কায়েসকে। তবে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিবেচনায় আসতে পারেন ইমরুল কায়েস। প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে আগামীকাল থেকে শুরু হবে অনুশীলন।

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল খান, মোহাম্মদ নাইম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ,

আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।





ইতিমধ্যেই এই সিরিজের জন্য সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ মে। সব কয়টি মাঠে অনুষ্ঠিত হতে পারে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা।