বিগত কয়েকটি সিরিজে বাজে ফিল্ডিং-এর কারণে খুবই সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। মাঠের ভিতরে ক্যাচ মিসের কারণে অনেক ম্যাচেই হারতে হয়েছে টাইগারদের। এইতো কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ মিসের কারণে জেতা ম্যাচ হেরেছিল বাংলাদেশ।
এছাড়াও আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে একাধিক ক্যাচ মিস করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। দুইদিন মিলিয়ে অনেকগুলি ক্যাচ ছেড়েছে ক্রিকেটাররা। তবে ক্যাচ মিস খেলারই একটি অংশ জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার তাইজুল ইসলাম।
তবে সঠিক সময় ক্যাচ গুলি ধরতে পারলে ম্যাচের ফলাফল অন্য কিছু হতে পারতো বলে জানিয়েছেন তিনি। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে তাইজুল ইসলাম বলেন, “টেস্ট ম্যাচে সব সময় আমি পয়েন্টেই ফিল্ডিং করি। পরিস্থিতির উপর নির্ভর করে মাঝেমধ্যে শর্ট গালিতেও করি”।
“ক্যাচ মিস খেলার একটা অংশ। কিন্তু ওই সময়ে ক্যাচ মিসটা হয়ত আমাদের টিমকে একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছে, হয়ত ওই ক্যাচটা ধরতে পারলে আরও অনেক ভালো পজিশনে থাকতাম। তবে এমন কিছু না, যে পয়েন্টে আমি ফিল্ডিং করি না।’