ভারতে করোনাভাইরাস মোকাবেলায় ৮ কোটি টাকা অনুদান দিল মুস্তাফিজরা

করনা ভাইরাসের কারণে প্রতিদিনই ভারতে আক্রান্ত হচ্ছে তিন লাখেরও বেশি মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ভারত বর্ষ। পর্যাপ্ত অক্সিজেন অভাবে প্রতিদিনই মা.রা যাচ্ছে অসংখ্য মানুষ। এবার ভারতে করোনাভাইরাস মোকাবেলায় বড় অঙ্কের টাকা অনুদান দিল মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়েলস।

ভারতের করোনা মোকাবেলায় সাড়ে সাত কোটি রুপি দিয়েছে রাজস্থান রয়েলস। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা। রাজস্থান রয়েলসের ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের অনুদান থেকেই এই অর্থ জোগাড় করা হয়েছে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উদ্যোগে করোনা মোকাবেলায় এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।





মূলত করোনাই ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্যই এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে রাজস্থান রয়েলস। এক বিবৃতিতে রাজস্থান রয়ালস জানিয়েছে, “রাজস্থান রয়েলসের ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষ থেকে এক মিলিয়ন ডলারের অর্থ বরাদ্দ করা হয়েছে। এই অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ব্যয় করা হবে। এটি রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের অধীনে বাস্তবায়িত হবে।’