পাকিস্তান সুপার লিগে সাকিব, মাহমুদুল্লাহ এবং লিটন দাসের প্রতিটি ম্যাচের চূড়ান্ত সময়সূচী এবং চূড়ান্ত স্কোয়াড। দেখে নিন

বন্ধ হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসরের বাকি অংশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১ জুন থেকে। এর আগে গতকাল ১৩২ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে দল পেয়েছেন বাংলাদেশের তিনজন ক্রিকেটার।





লাহোর কালান্দার্সের খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুলতান সুলতানের হয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং করাচি কিংসের হয়ে খেলবেন লিটন দাস। পাকিস্তান সুপার লিগের প্রথমবারের মতো দল পেয়েছেন লিটন দাস।

দেখে নিন পাকিস্তান সুপার লিগের সুযোগ পাওয়া বাংলাদেশী ক্রিকেটারদের প্রতিটি ম্যাচের চূড়ান্ত সময়সূচী এবং চূড়ান্ত স্কোয়াড।

লাহোর কালান্দার্স
১ জুন – লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৯:০০টা)
৪ জুন – পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স (রাত ৯:০০টা)
৭ জুন – কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম লাহোর কালান্দার্স (রাত ৯:০০টা)
৯ জুন – ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স (রাত ৯:০০টা)
১২ জুন – করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স (রাত ১১:০০টা)
১৪ জুন – মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দারসস (রাত ৯:০০টা)

লাহোর কালান্দার্সের চূড়ান্ত স্কোয়াড : সোহেল আখতার (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শাহীন শাহ আফ্রিদি, সাকিব আল হাসান, ফখর জামান, জেমস ফকনার, হারিস রউফ, জো বার্নস, বেন ডাঙ্ক, দিলবার হুসাইন, কালাম ফার্গুসন, জিশান আশরাফ, আগা সালমান, মুহাম্মদ ফাইজান, মাজ খান, জাইদ আলম, সেকুগে প্রসন্ন ও আহমেদ দানিয়াল।

করাচি কিংস
২ জুন – মুলতান সুলতানস বনাম করাচি কিংস (রাত ৯:০০টা)
৫ জুন – ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস (সন্ধ্যা ৬:০০টা)
৬ জুন – পেশোয়ার জালমি বনাম করাচি কিংস (রাত ৯:০০টা)
১০ জুন – কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম করাচি কিংস (রাত ৯:০০টা)
১২ জুন – করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স (রাত ১১:০০টা)

করাচি কিংসের চূড়ান্ত স্কোয়াড : আমির ইয়ামিন, আরশাদ ইকবাল, বাবর আজম, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শারজিল খান, ওয়াকাস মকসুদ, চাদউইক ওয়ালটন, নূর আহমদ, ড্যানিশ আজিজ, মোহাম্মদ ইলিয়াস, জিশান মালিক, কাসিম আকরাম, লিটন দাস, মার্টিন গাপটিল, থিসারা পেরেরা, নাজিবুল্লাহ জাদরান।

মুলতান সুলতানস
২ জুন – মুলতান সুলতানস বনাম করাচি কিংস (রাত ৯:০০টা)
৫ জুন – মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস (রাত ১১:০০টা)
৮ জুন – মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমি (রাত ৯:০০টা)
১১ জুন – মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৯:০০টা)
১৪ জুন – মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দারসস (রাত ৯:০০টা)





মুলতান সুলতানস চূড়ান্ত স্কোয়াড : শহীদ আফ্রিদি, ইমরান তাহির, খুশদিল শাহ, রিলে রসু, শান মাসউদ, সোহেল তানভীর, উসমান কাদির, সোহেল খান, মোহাম্মদ রিজওয়ান, সোহাইব মকসুদ, সোহাইব উল্লাহ, শাহনওয়াজ ধানী, মুহাম্মদ উমর, ইমরান খান, মাহমুদউল্লাহ রিয়াদ, রহমানউল্লাহ গুরবাজ, জর্জ লিন্ডে, ওবেদ ম্যাককয়।