আইপিএলে বিদেশী ক্রিকেটারদের নিরাপদে বাড়ি ফেরানোর দায়িত্ব নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতে করোনাভাইরাসের কারণে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে তিন লাখেরও বেশি মানুষ। এরই মধ্যে ভারতে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট পূর্ণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে করোনা ভাইরাসের কারণে দেশে ফিরতে শুরু করে দিয়েছে বিদেশি ক্রিকেটাররা।

ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার। আইপিএল শেষে দেশে ফেরার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে ব্যক্তিগত প্লেন দাবি করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্রিস লিন। তবে ক্রিকেটারদের বাড়ি ফেরার দায়িত্ব নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইপিএলে খেলতে থাকা বাকি ক্রিকেটারদের নিরাপদে বাড়ি ফেরার দায়িত্ব নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর পক্ষ থেকে ক্রিকেটারদের বাড়ি ফেরার ব্যাপারে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।





আইপিএল-এর সিও হেমাঙ্গ আমিন বলেন, “অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, প্রতিযোগিতা শেষ হলে কী ভাবে বাড়ি ফিরবে। আমরা আশ্বস্ত করতে চাই এই ব্যাপারে কোনও চিন্তা করতে হবে না। ভারতীয় বোর্ড সম্পূর্ণ দায়িত্ব নেবে যতক্ষণ না সবাই বাড়ি ফিরে যাচ্ছে। ভারতীয় বোর্ড সরকারের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করবে। যতক্ষণ না সবাই সুস্থ ভাবে নিজের বাড়ি পৌঁছে যাচ্ছে, ততক্ষণ বিসিসিআই-এর জন্য প্রতিযোগিতা শেষ হবে না।”