অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

চলতি বছরের জুলাই শেষ সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। এর পরেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের।





মূলত চলতি বছরের অক্টোবর এবং নভেম্বরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তবে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল ইংল্যান্ডের সাথে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়াকে সাথে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।

তবে সেটি আপাতত বাতিলের খাতায় আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। তার পরিবর্তে জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।

তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নয় অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ বিষয়ে বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার”।

“আমরা তাদের তিনটির বদলে ৫ ম্যাচের সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছি। সবকিছু ঠিক থাকলে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের সাথে অস্ট্রেলিয়ার ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠানের সম্ভাবনা খুব বেশি।’

বর্তমানে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশে। টেস্ট সিরিজের পর দেশের মাটিতে আবারো শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এরপরই শুরু হওয়ার কথা রয়েছে ঘরোয়া ক্রিকেট লিগ।





ঘরোয়া ক্রিকেট লিগের মাঝপথেই জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লড়বে টাইগাররা।