দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে শ্রীলংকা অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। আগামী ২৯ এপ্রিল শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ।
এরপর দেশে ফিরে আবারো শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে মে মাসের শেষ সপ্তাহে।
সূচি অনুযায়ী আগামী জুনে হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ টুর্নামেন্ট। তবে এখনও ঝুলে আছে এশিয়া কাপ। যতদূর জানা গিয়েছে স্থগিত হয়ে যেতে পারে এবারের এশিয়া কাপ।
তবে ওই সময়ে বাংলাদেশ জাতীয় দলের বসে থাকার কোনো উপায় নেই। এশিয়া কাপ স্থগিত হলেও ৮ বছর পর জিম্বাবুয়ের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জিম্বাবুয়ের মাটিতে দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।