দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতেতে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। দীর্ঘদিন ধরেই বেশ আলোচনায় ছিলেন জাতীয় দলের এই ফাস্ট বোলার। হঠাৎ করে ছন্দপতনের কারণে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। এরপর নানা সংগ্রাম এবং পরিশ্রমের কারণে আবারো নির্বাচকদের নজরে আসেন তাসকিন।
জাতীয় দলে সুযোগ পেয়েই সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। পাল্লেকেলেতে যেখানে ব্যাটসম্যানদের জন্য আশীর্বাদ সেখানেই দুর্দান্ত বোলিং করেছেন তিনি। পাল্লেকেলেতে ৩০ ওভার বোলিং করে ১১২ রানে ৩ উইকেট নেন তাসকিন।
প্রচণ্ড গরমে অমন ব্যাটিং স্বর্গ উইকেটেও ওভারের পর ওভার ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে গেছেন তিনি, মরা উইকেট থেকে আদায় করে নেন বাড়তি বাউন্স। আগ্রাসন, শরীরী ভাষা ছিল দুর্দান্ত। সব মিলিয়ে সাড়ে তিন বছর পর টেস্ট খেলতে নেমে ২৬ বছর বয়সী বোলারের পারফরম্যান্স ছিল নজরকাড়া।
তাইতো ম্যাচ শেষে অধিনায়ক এর কাছ থেকে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। টেস্ট শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল বললেন, অনেক ঘামের মূল্যে কেনা তাসকিনের এই সাফল্য।
“তাসকিন অসাধারণ করেছে, অনেক চেষ্টা করেছে। আমি তাসকিনের বোলিং খুবই উপভোগ করেছি। এই টেস্ট নিয়ে মাত্র ৬টি টেস্ট খেলছে ও, কোনোভাবেই দেখে মনে হয়নি যে মাত্র ৬ টেস্ট খেলা বোলার। গত এক-দেড় বছর ধরে ও অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে। আমার মনে হয়, এটা কষ্টের ফল।”
“সত্যি কথা বলতে, দলের জন্য যখন যা দরকার, তখন তাই করেছে ও। এই কন্ডিশনে এত লম্বা সময় বোলিং করা কঠিন। ও অনেক কষ্ট করেছে দলের জন্য অবদান রাখার। আমি খুবই খুশি ওর স্পেল নিয়ে।”