টানা দুই ম্যাচ হারের পর গতকাল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের মুখ দেখেছে রাজস্থান রয়েলস। এইদিন টসে জিতে ফিল্ডিং করতে নেমে বোলারদের দাপটে মাত্র ১৩৩ রানে আটকে যায় কলকাতা নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে জয় পেয়েছে রাজস্থান রয়েলস।
জয় পেয়ে বোলারদের কৃতিত্ব দিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ক্রিস মরিস একাই ৪ উইকেট নিয়েছেন। তিনি তো আছেনই। এছাড়া দুর্দান্ত বোলিং করেছেন তরুণ ফাস্ট বোলার চেতনা সাকারিয়া এবং মোস্তাফিজুর রহমান।
এবারের আইপিএল-এ আগাগোড়াই তিনি বোলারদের নিয়ে খুশি। বলেন, ‘‘গত চার-পাঁচটা ম্যাচে বোলাররা ভাল বল করেছে। সেটা তরুণরাই হোক, বা অভিজ্ঞ বোলাররা। ফলে ঘুরিয়ে-ফিরিয়ে বোলারদের ব্যবহার করার একটা সুযোগ রয়েছে আমার কাছে। ওদের নেতৃত্ব দিতে পারাটা আমি দারুণ উপভোগ করছি।’’
ম্যাচের সেরা ক্রিস মরিসকে নিয়েও উচ্ছ্বসিত স্যামসন। তিনি বলেন, ‘‘ওর চোখের দিকে তাকালেই বোঝা যাবে লড়াই কতটা উপভোগ করে। সবসময় বিপক্ষের বড় ব্যাটসম্যানদের আউট করার জন্য ছটফট করতে থাকে।’
“শাখারিয়া দারুন বল করেছে। ও অসাধারণ ছেলে সব সময় হাসিখুশি থাকে। এছাড়া মুস্তাফিজও দারুণ বোলিং করছে। বোলারদের নিয়ে আমি খুবই সন্তুষ্ট”
অধিনায়কত্বের পাশাপাশি নিজের ব্যাটিংও উপভোগ করছেন বলে জানিয়ে দেন রয়্যালস অধিনায়ক। তবে নাইটদের বিরুদ্ধে তাঁকে পরিচিত আক্রমণাত্মক মেজাজে দেখা যায়নি। তা নিয়ে সঞ্জু বলেন, ‘‘আমি আমার ব্যাটিং উপভোগ করছি”
“পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করছি। আর দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করছি। আজ পরিস্থিতি যা ছিল, তাতে ওই ভাবেই খেলতে হত। গত কয়েকটা বছরে এটাই শিখেছি। ঝড়ের বেগে একটা পঞ্চাশ রানের ইনিংস খেললাম, আর দল হেরে গেল- সেটার তো কেনও মানে হয় না।’’