শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে দারুন করেছে বাংলাদেশ। মমিনুল হক এবং তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৫৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
যেখানে কিছুদিন আগেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ হারের পর নানা সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এরপর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে ম্যানেজার করে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আর শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসে দারুণ সাফল্য পেয়েছে টাইগাররা। যেখানে ব্যাট হাতে দুর্দান্ত করেছেন নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস।
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের এমন পারফরম্যান্সে খালেদ মাহমুদ সুজনকে ক্রেডিট দিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ” সুজন শ্রীলঙ্কায় থাকাতে দলের গতি আরও হওয়া উচিত। ও ওইরকমই একজন। সবসময় দলকে উজ্জীবিত করার চেষ্টা করে সে। সে সেদিক দিয়ে চিন্তা করলে ঠিক আছে।‘