জেতার জন্যই খেলবে বাংলাদেশ দল : তাইজুল ইসলাম

যো উঠেছে বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ দুই দলের হাতেই রয়েছে। বাংলাদেশের করা ৫৪১ রানের জবাবে আজ দিন শেষে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে তুলেছে ২২৯ রান।

এখনও তারা ৩১২ রানে পিছিয়ে। উইকেট এখনও ভাঙেনি। বোলারদের জন্য নেই বিশেষ কিছু। ব্যাটসম্যানরা অনায়াসে খেলতে পারছেন। চাইলেই ২২ গজে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং করা সম্ভব। এমন উইকেটে কী জয়ের চিন্তা করা যায়?

বল হাতে বাংলাদেশের হয়ে ১ উইকেট পাওয়া তাইজুল ইসলাম জানালেন, সুশৃঙ্খল বোলিংয়ে টেস্ট জেতা সম্ভব। এজন্য আগ্রাসী বোলিং ও শতভাগ সুযোগ কাজে লাগানোর কথা জানলেন তিনি। তৃতীয় দিন শেষে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন সংবাদ সম্মেলনে তাইজুল ইসলাম বলেন,

“না সত্যি কথা বলতে, এখন যে পরিস্থিতিতে আছে, আমাদের জেতার মতো পরিস্থিতিতে গেলে…বিশেষ করে এই উইকেটে বিশেষ সাহায্য নাই, স্পিনার বা পেসার যার জন্যই বলেন। আমাদের বোলিংয়ে শৃঙ্খলতা থাকতে হবে এবং আমরা যদি তা করতে পারি, রান চেক দিয়ে…সব কিছু মিলিয়ে, আমরা জেতার জায়গায় যেতে পারব।





“উইকেট ভালো, অনেক ভালো। আমি প্রথমেই বলছি আমাদের কালকেও পরিকল্পনা থাকবে ফিল্ডিং বাড়তি চাপ দিয়ে সুশৃঙ্খল থেকে বোলিং করা। আমরা হয়তো জেতার জন্যই খেলব, কিন্তু কোনো সময় যেন আমাদের থেকে ম্যাচ হাতছাড়া না হয়”