শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে দারুন একটি মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই দিন ব্যাট হাতে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।
টেস্ট ক্রিকেটের ইতহাসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় মুশফিকুর রহিমকে পেছনে ফেলে চলতি সিরিজেই শীর্ষস্থানে উঠেছিল টাইগার ওপেনার তামিম ইকবাল। তবে তাকে প্রথমস্থানে বেশিদিন থাকতে দিলেন না বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান। তামিমকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন মুশফিক।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের আগে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুশফিকুর রহিম। বুধবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯০ রান করে মুশফিকুর রহিমকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তামিম ইকবাল।
তবে তামিম ইকবালকে বেশিক্ষণ থাকতে দেননি মুশফিকুর রহিম। আজ সকালে ক্যারিয়ারের ২৩ তম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে তামিম ইকবালকে পিছনে ফেলে আবারও শীর্ষে উঠে আসেন মুশফিকুর রহিম। ৪৬০০ রান নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। তবে মুশফিকুর রহিমের থেকে মাত্র ২ রান পেছনে রয়েছেন তামিম ইকবাল।