এটা দারুণ অর্জন। মমিনুল অসাধারণ একজন টেস্ট ব্যাটসম্যান : রাসেল ডমিঙ্গো

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দারুণ এক সেঞ্চুরি উপহার দেন অধিনায়ক মুমিনুল। তার ক্যারিয়ারের যেটি একাদশ সেঞ্চুরি, দেশের বাইরে প্রথম। অধিনায়ক হিসেবে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এই তিন সেঞ্চুরি এলো সবশেষ ছয় ইনিংসেই। পাল্লেকেলেতে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ কোচের কণ্ঠে ঝরল মুমিনুল-স্তুতি।

“আমি মনে করি, মুমিনুল নিজের খেলাটা খুব ভালো বোঝে। খুব শান্ত একজন মানুষ। আমার ধারণা, তার মানসিক গঠন তাকে গোছানো একজন ব্যাটসম্যান হয়ে উঠতে সাহায্য করেছে। নিজের প্রস্তুতি নিয়ে খুব যত্নবান। কঠোর পরিশ্রম করে, জানে নিজের শক্তি-দুর্বলতা।”

“আমার কাছে, সে অসাধারণ একজন টেস্ট ব্যাটসম্যান। দলকে নেতৃত্ব দিতে সে যথাসাধ্য চেষ্টা করছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিল, এখানেও একটি করল। সম্ভবত টেস্টে ওর ১১ সেঞ্চুরি হলো। এটা দারুণ অর্জন।”






শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৭৪।

শেষ সেশনে হালকা বৃষ্টির পর কালো মেঘে ঢেকে যায় আকাশ। পর্যাপ্ত আলো না থাকায় ২৫ ওভার আগেই শেষ হয় দিনের খেলা। দুর্দান্ত টেম্পারামেন্টের ছাপ রেখে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসটি ১৬৩ রানে নিয়ে থামেন শান্ত। দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরিতে মুমিনুল করেন ১২৭ রান। ম্যাচের প্রথম দিনে গড়া শান্ত ও মুমিনুলের দেড়শ রানের জুটি এ দিন স্পর্শ করে রেকর্ড উচ্চতা। তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ২৪২ রানের জুটি গড়েন দুজন।