ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ আজ ১৬তম ম্যাচে মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়েলস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের এবারের আসরে দুর্দান্ত শুরু করেছে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয়লাভ করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
দুর্দান্ত ফর্মে রয়েছেন তাদের দলের টপ অর্ডার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়াও ব্যাট হাতে রান পাচ্ছেন বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ফর্মে রয়েছেন মোহাম্মদ সিরাজ এবং ইউজভেন্দ্র চাহাল। আগামী কালকের ম্যাচে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর একাদশে আসছে না কোনো পরিবর্তন।
অন্যদিকে হারের বৃত্তের মধ্যে রয়েছে মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়েলস। আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচের মধ্যে এক ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের নবমস্থানে রয়েছে রাজস্থান রয়েলস। জয়ের ধারায় ফিরতে তাই আগামী কালকে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।
মনান ভোহরার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে তরুণ ব্যাটসম্যান জয়সওয়ালকে। এছাড়াও শিবম ডুবের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শ্রেয়াস গোপালকে। আইপিএলে বল হাতে দুর্দান্ত করছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাই একাদশে তারা থাকাটা একপ্রকার নিশ্চিত। বাংলাদেশ সময় আগামীকাল ম্যাচটি শুরু হবে রাত আটটায়।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), ফিন অ্যালেন, দেবদূত পাদিক্কল, গ্লেন ম্যাক্সওয়েল, এ বি ডি ভিলিয়ার্স (উইকেট কিপার), কাইল জেমিসন, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, হর্ষাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ইউজভেন্দ্র চাহাল।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ : জস বাটলার, জয়সওয়াল / মনান ভোহরা, সানজু স্যামসন (অধিনায়ক এবং উইকেট কিপার), শিবম ডুবে / শ্রেয়াস গোপাল, ডেভিড মিলার, রিয়ান প্যারাগ, রাহুল তেতিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাত, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।