আইপিএলে বড় ধরনের ধাক্কা খেলো রজস্থান রয়ালস। দলের মূল ভরসা বেন স্টোকস টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান স্টোকস। ক্রিস গেইলের ক্যাচ ধরার সময় চোটটা পেয়েছিলেন। এরপর তড়িঘড়ি মাঠ ছাড়েন।
পরবর্তীতে রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন স্টোকস। ৩ বলে কোনও রান করতে পারেননি। এর পরে জানা যায় ফিল্ডিংয়ের সময় আঙুল ভেঙে গেছেন ইংলিশ পেস অলরাউন্ডার। রাজস্থান এক টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার রাজস্থান রয়্যালস টুইট করে জানায়, স্টোকসকে এ বছর আর আইপিএলে পাওয়া যাবে না। তবে দলকে সমর্থন করতে স্কোয়াডের সঙ্গে থাকবেন তিনি।’ স্টোকসের চোট রাজস্থানের জন্য অনেক বড় ধাক্কা। একই কারণে আপাতত তারা পাচ্ছে না ইংল্যান্ডের আরেক ফাস্ট বোলার জোফরা আর্চারকে।
চারটি জায়গার জন্য এখন রাজস্থানের থাকল ছয় বিদেশি ক্রিকেটার-জস বাটলার, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার ও অ্যান্ড্রু টাই। তবে তাদের দলের গুরুত্বপূর্ণ ২ ফাস্ট বোলার না থাকায় ফাস্ট বোলিং বিভাগ সামলাতে হবে মুস্তাফিজুর রহমান, ক্রিস মরিস এবং অ্যান্ড্রু টাইকে।
রাজস্থান রয়্যালস : সঞ্জু স্যামসন , মাহিপাল লমরর, মানান ভোহরা, রিয়ান পরাগ, রবিন উথাপ্পা, ডেভিড মিলার, মায়াঙ্ক মারকান্দে, জফরা আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট, কার্তিক ত্যাগী, অ্যান্ড্রু টাই, বেন স্টোকস, রাহুল তেভাটিয়া, যশস্বী জাইসওয়াল, জস বাটলার, অনুজ রাওয়াত, ক্রিস মরিস, শিভম দুবে, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান,লিয়াম লিভিংস্টোন, আকাশ সিং, কেসি কারিপ্পা, কুলদ্বীপ যাদব।