ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। ইতোমধ্যেই টুনামেন্টে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হয়েছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
তবে আজকের ম্যাচের একাদশে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন ওপেনার ব্যাটসম্যান ক্রিস লিন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে কলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এছাড়াও বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টের সবকয়টি ম্যাচে দেখা যাবে গাজী টিভিতে (জিটিভি)। অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলে অ্যাপস এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট কিপার), সূর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কিরন পোলার্ড, কুনাল পান্ডিয়া, রাহুল চাহার / জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ : শুভমান গিল, নীতেশ রানা, রাহুল ত্রিপাঠি, আন্দ্রে রাসেল, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেট কিপার), সাকিব আল হাসান, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ, হরভজন সিং, বরুণ চক্রবর্তী।