ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ আজ চতুর্থ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসাং। আজকের ম্যাচের একাদশে খেলছেন মুস্তাফিজুর রহমান।
টসে জিতে বোলিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান। ওভারের দ্বিতীয় বলেই উইকেটে পেয়ে যেতেন তিনি যদি রিভিউ নিতেন। মোস্তাফিজুর করা ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ আবেদন করেছিলেন তিনি।
তবে মুস্তাফিজের আবেদনে সাড়া দেননি অ্যাম্পিয়ার। রিভিউ নিতে ভুল করেছেন অধিনায়ক সঞ্জু স্যামসাং। পরবর্তীতে দেখা গিয়েছে বালটি পুরোপুরি মিটিল স্ট্যাম্পে ছিল। রিভিউ নিলে উইকেট পেয়ে যেতেন মোস্তাফিজুর রহমান। যদিও পরের ওভারেই উইকেট তুলে নেন চেতন সাকারিয়া।
১৪ রান করা মায়াঙ্ক আগরওয়ালকে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে এর পরেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাঞ্জাব কিংস। ৬৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক রাহুল এবং ক্রিস গেইল। দলীয় ৮৯ রানের মাথায় ক্রিস গেইলকে আউট করেন রিয়ান পরাগ। ২৮ বলে চারটি চার এবং দুটি ছক্কার সাহায্যে ৪০ রান করেন ক্রিস গেইল। তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক রাহুল। তাকে যোগ্য সঙ্গ দেন দীপক হোডা।
ইনিংসের ১৫ তম ওভারে নিজের তৃতীয় ওভার বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান। আর এই ওভারে এসে আরেকটি সুযোগ তৈরি করেছিলেন তিনি। ব্যাটসম্যান দীপক হোডার ক্যাচ ফেলে দেন জস বাটলার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫.১ ওভারে ২ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করেছে পাঞ্জাব কিংস। কে এল রাহুল ৬৩ এবং দীপক ৪৭ রান করে অপরাজিত রয়েছেন।
রাজস্থান রয়্যালস: জোস বাটলার (উইকেট কিপার), মনান ভোহরা, বেন স্টোকস, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, শিবম ডুব, রাহুল তেওয়াতিয়া, ক্রিস মরিস,শ্রেয়াস গোপাল, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান
পাঞ্জাব কিংস: কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরাণ, টি দীপক হুদা, শাহরুখ খান, জ্য রিচার্ডসন, এম আশ্বিন, রিলে মেরিডেথ, মোহাম্মদ শামী, আরশদীপ সিং