প্রথম বলেই উইকেট তুলে নিলেন সাকিব আল হাসান। দেখে নিন ম্যাচের সর্বশেষ স্কোর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ আজকের দিনের একমাত্র ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ এর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছে কলকাতা নাইট রাইডার্স। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুর্দান্ত করে দুই ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল এবং রাহুল ত্রিপাঠি। এই দুইজনের ৫৩ রানের পার্টনারশিপ ভাঙ্গেন রাশিদ খান। ১৫ রান করা শুভমান গিলকে বোল্ড আউট করেন রাশিদ খান।

তবে এরপরে রাহুল ত্রিপাঠী কে নিয়ে ৯৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন নিতেশ রানা। দলীয় ১৪৬ রানের মাথায় ২৯ বলে ৫ টিচার এবং দুটি ছক্কা সাহায্যে ৫৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন রাহুল ত্রিপাঠী। তবে এর পরেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে কলকাতা নাইট রাইডার্স।

৫ রান করা আন্দ্রে রাসেলকে প্যাভিলিয়নে ফেরান রশিদ খান। এর পরেই পরপর দুই উইকেট তুলে নেন মোহাম্মদ নাবি। প্রথমেই ৮০ রান করা নিতেশ রানাকে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ২ রান করে মোহাম্মদ নবীর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ইয়ন মরগান। শেষের দিকে দীনেশ কার্তিক ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। ৫ বলে ৩ রান করেন সাকিব আল হাসান।

১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। দলীয় ১০ মাথায় অধিনায়ক ডেভিড ওয়ার্নার কে প্যাভিলিয়নে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। ব্যক্তিগত প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ঋদ্ধিমান সাহা কে বোল্ড আউট করেন তিনি। প্রথম ওভারেই ১ রানের বিনিময়ে এক উইকেট তুলে নেন সাকিব।

এই রিপোর্ট লেখা পর্যন্ত তিন ওভারে ২ উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

কলকাতা নাইট রাইডার্স : শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দীনিশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভাজন সিং, বরুণ চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণ।





সানরাইজার্স হায়দ্রাবাদ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, মনিশ পাণ্ডে, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর/কেদার যাদব, মোহাম্মদ নবি, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দ্বিপ শর্মা ও টি নটরাজন।