ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ আগামীকাল চতুর্থ ম্যাচে মাঠে নামছে মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়েলস। নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল রাজস্থান রয়েলস মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের (কিংস ইলেভেন পাঞ্জাব)।
বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এছাড়াও বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টের সবকয়টি ম্যাচে দেখা যাবে গাজী টিভিতে (জিটিভি)। এছাড়াও অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলে অ্যাপস এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
পাঞ্জাব কিংস স্কোয়াড : লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, মন্দ্বীপ সিং, সরফরাজ খান, দীপক হুদা, প্রাভসিমরান সিং, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডান, দর্শন নালকান্দে, রবি বিষ্ণই, মুরুগান অশ্বিন, আর্শদ্বীপ সিং, হারপ্রীত ব্রার, ইষান পোরেল, জাই রিচার্ডসন, রিলি মেরেডিথ, শাহরুখ খান, মইসেস হ্যানরিকস, ডেভিড মালান, ফাবিয়ান অ্যালেন, জলজ সাক্সেনা, সৌরভ কুমার, উৎকর্ষ সিং।
রাজস্থান রয়্যালস স্কোয়াড : সঞ্জু স্যামসন , মাহিপাল লমরর, মানান ভোহরা, রিয়ান পরাগ, রবিন উথাপ্পা, ডেভিড মিলার, মায়াঙ্ক মারকান্দে, জফরা আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট, কার্তিক ত্যাগী, অ্যান্ড্রু টাই, বেন স্টোকস, রাহুল তেভাটিয়া, যশস্বী জাইসওয়াল, জস বাটলার, অনুজ রাওয়াত, ক্রিস মরিস, শিভম দুবে, চেতন সাকারিয়া,, মুস্তাফিজুর রহমান,, লিয়াম লিভিংস্টোন, আকাশ সিং, কেসি কারিপ্পা, কুলদ্বীপ যাদব।