আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মুস্তাফিজ না থাকলে দলে প্রভাব পড়বে : অধিনায়ক মমিনুল হক

আজ মিরপুর শের-ই বাংলায় দলীয়ভাবে অনুশীলন করে বাংলাদেশ। সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। অনুশীলন শেষেই গণমাধ্যমের মুখোমুখি হন টেস্ট অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থাকবেন না আগে থেকেই নিশ্চিত ছিল।





তার না থাকায় দলের ফলাফলে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মুস্তাফিজ না থাকলে দলের ফলাফল হবে না। দেখেন খেলোয়াড় তো আরও আছে। ওনাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর (সাকিব না থাকলে) কোনো প্রভাব পড়বে।’

সম্প্রতি বাংলাদেশ দল জয়ের মুখ দেখছে না। নিউ জিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে টেস্ট সিরিজ।

মুমিনুল জানান দলগত পারফরম্যান্স না থাকাই হারের কারণ। ‘আমরা হয়তো দলগত ভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোন কিছু না।’

শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত ১২ টি টেস্ট ম্যাচের মধ্যে একটি টেস্ট ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। এছাড়াও তাদের মাটিতে একটি ম্যাচে ড্র করেছিল টাইগাররা। তবে সাম্প্রতিক পারফরমেন্সে কিছুটা পিছিয়ে থাকলেও শ্রীলংকার বিপক্ষে এই সিরিজে ইতিবাচক কিছু করে দেখাতে চান অধিনায়ক মমিনুল হক।

“আপনারা সব সময়ই জানেন শ্রীলঙ্কা কিন্তু দেশের মাটিতে খুবই ভালো দল। জিনিসটা আমাদের জন্য সহজ হবে না অনেক চ্যালেঞ্জিং হবে। আমরা এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছি এখান থেকে বের হতে ওই চ্যালেঞ্জটাকে নিতে হবে। আর এই চ্যালেঞ্জটা পার করে টেস্ট দলের একটা ভালো রেজাল্ট করতে হবে।’





“যদি খারাপ করি ফলাফলও আমাদের বিপক্ষে যাবে। তাই আগে থেকে বলে দেয়া কঠিন, কিভাবে হবে। আমার কাছে মনে হয় আমরা যদি একটা নির্দিষ্ট দিন ভেবে ভালো প্রস্তুতি নিয়ে টেস্ট ম্যাচ খেলতে পারি ড্র’ও হতে পারে আবার ম্যাচ জিততেও পারি”