আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে কলকাতা এবং হায়দ্রাবাদ। দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছেন সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে আজ সাকিবের পুরাতন দল সানরাইজার্স হায়দারাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।

বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। বাংলাদেশ থেকে আইপিএলের সব কয়টি ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এছাড়াও বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টের সবকয়টি ম্যাচে দেখা যাবে গাজী টিভিতে (জিটিভি)। এছাড়াও অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলে অ্যাপস এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ : শুভমান গিল, রাহুল ত্রিপাঠি / ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেট কিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন / সাকিব আল হাসান, প্যাট কামিনস, শিবম মাভি / হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী





সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেট কিপার), মনীশ পান্ডে, কেইন উইলিয়ামসন, বিজয় শঙ্কর / অভিষেক শর্মা, কেদার যাদব, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, টি নাটরাজন।